‘মাতালে’র হামলায় একজন আহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৫

মদ খেয়ে বখাটেপনা করছিলেন মো. আবুল কালাম আজাদ। এ ঘটনার প্রতিবাদ করেন মো. মিজানুর রহমান। এতে ওই ‘মাতালে’র হামলার শিকার হন মিজানুর। তিনি ঢাকাটাইমসের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমানের শ্বশুর।

শনিবার দুপরে জেলার শিবালয় উপজেলার ‘শিবালয় নতুনপাড়া’ এলাকায় এই ঘটনা ঘটে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত মিজানুরের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

এ ঘটনায় শিবালয় থানায় মামলার করেছেন আহতের স্ত্রী সুফিয়া বেগম। পরে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, শিবালয় উপজেলার ‘শিবালয় নতুনপাড়া’ এলাকার মো. আবুল কালাম আজাদ মদ খেয়ে নেশাগস্ত অবস্থায় এলাকার নারী-পুরুষদের অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। এ সময় পাশেই বসবাস করা মিজানুর রহমান বখাটেপনার প্রতিবাদ করতে গেলে ইট দিয়ে মিজানুর রহমানের মাথায় জোড়ে আঘাত করেন আবুল কালাম আজাদ। আহত অবস্থায় মিজানুর রহমান মাটিতে লুটে পড়ে গেলে আবুল কালাম আজাদ পাশের দোকানের দরজার লাঠি দিয়ে মিজানুর রহমানকে এলোপাথারি পেটাতে থাকেন। এ সময় মিজানুর রহমানের চিৎকারে তার স্ত্রী সুফিয়া বেগম এগিয়ে গেলে তাকেও এলোপাথারি পেটাতে থাকেন আবুল কালাম আজাদ। পরে এলাকার মানুষের উপস্থিতি দেখে পালিয়ে যান আবুল কালাম আজাদ। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা মিজানুর রহমানকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. লুৎফর রহমান জানান, আহত মিজানুর রহমানের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সাতটি সেলাই পড়েছে মুখের বাম পাশে। এছাড়া নাকের হাড় বাঁকা হয়ে গেছে।

তিনি বলেন, সিটিস্ক্যানের রিপোর্ট হাতে পেলে জানা যাবে মিজানুরের মাথায় বড় ধরনের কোন সমস্যা রয়েছে কিনা। এই মুহূর্তে আহত মিজানুর রহমান শঙ্কামুক্ত নয় বলে জানান ওই কর্মকর্তা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, পুলিশ আবুল কালাম আজাদকে আটক করেছে। পরে আহতের স্ত্রী সুফিয়া বেগম আবুল কালাম আজাদসহ দুইজনের বিরুদ্ধে মামলা করলে সাত দিনের রিমান্ড চেয়ে আটক আবুল কালামকে আদালতে পাঠানো হয়। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :