ভিক্ষুকমুক্ত হলো গোপালগঞ্জের জালালাবাদ

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৮

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ভিক্ষুকদের জীবিকা নির্বাহের বিকল্পব্যবস্থা সৃষ্টি করে ইউনিয়নটিকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

ওই ইউনিয়নের সাতজন পেশাদার ভিক্ষুকের একজনকে একটি দোকান তৈরিসহ দোকানের মালামাল দেয়া ছাড়াও বাকি ছয়জনকে চারটি করে ছাগল দিয়ে তাদের জীবিকা নির্বাহের বিকল্প ব্যবস্থা সৃষ্টি করা হয়।

রবিবার বিকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সাত ভিক্ষুকের হাতে ছাগল ও দোকানের মালামাল তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জালালাবাদ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেন তিনি। পর্যায়ক্রমে গোপালগঞ্জের সকল ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান এম সুপারুল আলম টিকে, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু প্রমুখ।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/পিএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :