মাধবপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ১৮ বছর পূর্ণ হলে মেয়ের বিয়ে দেবে এ মর্মে মেয়ের পিতা মস্তব আলী প্রতিশ্রুতি দিয়েছেন।

জানা গেছে, ১০ সেপ্টেম্বর উপজেলার হরিতলা গ্রামের মস্তব আলীর মেয়ের সঙ্গে পাশের উপজেলা ধরমন্ডল গ্রামের লসাই মিয়ার ছেলে আজিজ মিয়ার বিয়ের দিন ধার্য্য ছিল। কিন্তু মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে হরিতলা গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন।

এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে জানান, মাধবপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। কেউ বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করলে অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :