‘আত্মহত্যা রোধে গুরুত্ব দিতে হবে মানসিক স্বাস্থ্যে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৮

আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। এটি প্রতিরোধ করে জীবনকে জয় করতে হয়। সংগ্রামী মানুষ কখনো আত্মহত্যা করে না।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ‘ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন’ (বিটিএফ) ও দি গ্রেট বাংলাদেশ রান এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জীবন বাঁচাতে দৌড়’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ জীবন জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে। সাহসী জাতি হিসেবেও বিশ্বে পরিচিত। এ দেশে হতাশা ও আত্মহত্যার কোনো স্থান নেই।

বিটিএফ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ইউনিভার্সাল মেডিকেলের ব্যাবস্থাপক ডা. আশীষ কুমার চক্রবর্তী, আল কাদেরিয়া লিমিটেডের চেয়ারম্যান ফিরোজ আলম সুমন, এভারেস্ট জয়ী নিশাত মজুমদার এবং জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বক্তারা আত্মহত্যা প্রতিরোধে সমাজের সব স্তরে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্বারোপ এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানান।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আত্মহত্যা প্রতিরোধে সবাই এগিয়ে এলে এবং সচেতন হলে পৃথিবীতে একসময় আত্মহত্যা বিষয়টি থাকবে না।

জয়শ্রী জামান দেশে একটি সার্বজনীন কাউন্সেলিং সেন্টারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, যারা আত্মহত্যা করে থকে তাদের নির্ভর করার মতো কোনো জায়গা থাকে না। এই ধরনের প্লাটফর্ম থাকা জরুরি।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় অপরাজেয় বাংলার সামনে থেকে রান (দৌড়) শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় শেষ হয়। এ রানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

কেন বিপজ্জনক হয়ে উঠেছিল অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ

এই বিভাগের সব খবর

শিরোনাম :