গুজব ছড়ানোর মামলায় ১২ শিক্ষার্থী রিমান্ডে

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৬ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় ১২ শিক্ষার্থীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- তারেক আজিজ, মো. তারেক, জাহাঙ্গীর আলম, মোজাহিদুল ইসলাম, আল আমিন, জহিরুল ইসলাম, বোরহান উদ্দিন, ইফতেখার আলম, মেহেদী হাসান রাজিব, মাহফুজ, সাইফুল্লাহ ও রায়হানুল আবেদীন।

এদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবী জসিম উদ্দিন ও কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

প্রসঙ্গত, রাজধানীর মহাখালী এলাকার বিভিন্ন মেস থেকে এই ১২ শিক্ষার্থীকে গত ৫ সেপ্টেম্বর রাতে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন অভিভাবকেরা। যদিও পুলিশ দাবি করেছে, গত ৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে তেজকুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ১২ জনকে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের ভুয়া আইডি কার্ড, স্কুল ড্রেস, ছাত্রশিবিরের বই, হাতুড়ি, প্লাস, কাটার, ছুরি, তিনটি ল্যাপটপসহ বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয় বলে পুলিশের দাবি।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/আরজেড/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :