শাওমির সাশ্রয়ী দামের স্মার্টওয়াচ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২২:০৮ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৭

নতুন একটি স্মার্টওয়াচ অবমুক্ত করলো শাওমি। এগুলো শাওমির সাব ব্র্যান্ড হুয়ামির তৈরি। স্মার্ট ওয়াচটির নাম অ্যামাজফিট পেস।

চীন ছাড়াও ডিজাইসটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রায় এর দাম ৯৯৯৯ রুপি।

অ্যামাজফিট পেস-এ রয়েছে ১.২৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। এই স্মার্টওয়াচে ২.৫ ডি কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করেছে শাওমি। এতে আছে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং। স্টেনলেস স্টিলের মধ্যে সিরামিক বেজেলে তৈরি হয়েছে অ্যামাজফিট পেস।

এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়ছে। এর ফলেই সবসময় ঘড়ির ডিসপ্লে দেখা যাবে। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে অ্যামাজফিট পেস কানেক্ট করা যাবে।

ডিভাইসটিতে আছে অপ্টকাল হার্ট রেট সেন্সর। বিভিন্ন আলাদা মোডে এই সেন্সরের মাধ্যমে গ্রাহকের হার্টরেট সেন্সর মাপতে পারবেন।

একাধিক আউটডোর অ্যাক্টিভিটির জন্য আলাদা মোড রয়েছে এই স্মার্টওয়াচে।

শাওমি দাবি করছে তাদের নয়া ডিভাইসে একবার চার্জ করে ৩৬ ঘন্টা চলবে এই ঘড়ি। ঘড়ির জিপিএস ও হার্ট রেট ট্রাকিং অন থাকলে এই ব্যাক আপ পাওয়া যাবে। এর ইন্টারন্যাল স্টোরেজ ২.৪ জিবি।

বিশেষ ফিচার হিসেবে ডিভাইসটিতে রয়েছে থ্রি অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার আর ওয়াটার রেসিস্ট্যান্ট আইপি ৬৭ সনদ।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা