‘ঢাকা পড়েছে আরেক ১১ সেপ্টেম্বরের রক্তাক্ত ইতিহাস’

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৩

আনু মুহাম্মদ

আরেক বছরের ৯/১১ অর্থাৎ ১১ সেপ্টেম্বর আজ। এই সময়ে হারিয়ে যাওয়া আরেকটি ১১ সেপ্টেম্বরের কথাও মনে রাখা দরকার। সেই ঘটনা আরও আগের, যুক্তরাষ্ট্রের বাইরের।

মিডিয়ার অব্যাহত প্রচারণায় যেমন টুইন টাওয়ার ধ্বংসের চিত্র বিশ্বজুড়ে মার্কিনী আগ্রাসন হত্যা যুদ্ধের যৌক্তিকতা তৈরি করতে সচেষ্ট হয় তেমনি মিডিয়ার সক্রিয় নীরবতায় ঢাকা পড়ে আরেক ১১ সেপ্টেম্বরের রক্তাক্ত ইতিহাস।

আরেক ৯/১১ তৈরি হয়েছিল ১৯৭৩ সালে, চিলিতে। সেইদিন সকালে প্রায় একই সময়ে আকাশে উঠেছিলো বহু যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে চিলির সেনাজেনারেলরা ট্যাংক বিমান নিয়ে যুদ্ধে নেমেছিল চিলির জনগণের বিরুদ্ধে, তাদের নির্বাচিত প্রেসিডেন্ট আলেন্দের বিরুদ্ধে।

যুদ্ধ চললো, একদিকে প্রায় নিরস্ত্র মানুষ আরেকদিকে তাদেরই করের অর্থে গড়ে উঠা চিলির সেনাবাহিনী যার পেছনে সিআইএ। যুদ্ধ করতে করতে নিহত হলেন নির্বাচিত প্রেসিডেন্ট, তাঁর অপরাধ ছিল চিলির অর্থনৈতিক সম্পদ বহুজাতিক কোম্পানির হাত থেকে চিলির মানুষের নিয়ন্ত্রণে আনার চেষ্টা। নিহত হলেন আরও বহু হাজার মানুষ, যারা চিলিতে এক নতুন জগত নির্মাণের জন্য আত্মনিয়োগ করেছিলেন।

নিহত ও আটক হলেন বহু লেখক শিল্পী শিক্ষক সংস্কৃতি কর্মী, যেকোনো স্বৈরতন্ত্রী ব্যবস্থায় এদের কোনোভাবেই ছাড় দেয়া হয় না, কেননা এদের মধ্য থেকেই মানুষের শক্তির ক্ষেত্র প্রস্তুত হয়। অসংখ্য মানুষ সেসময় নিখোঁজ/গুম হয়েছিলেন যার হিসাব এখনও সম্পূর্ণ হয়নি।

লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক