ব্রাহ্মণবাড়িয়ায় গণপিটুনিতে নিহত ১, হাসপাতালে মিলল যুবকের লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার হরষপুর ইউনিয়নের হরষপুরে শহীদুলকে (৪৫) গ্রামবাসী চোর সন্দেহে গণপিটুনি দেয় বলে পুলিশ জানায়। আহত অবস্থায় মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি জেলার নাসিরনগর উপজেলার ভুবন গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) ফয়জুল আজিম জানান, ভোরে শহীদুল হরষপুর বড়চাল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় আনা হয়।

এসময় তার বুকে ব্যথা অনুভব হলে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হক জানায়, হাসপাতালে আনার আসার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজয়নগর থানার ওসি আলী আরশাদ বলেন, নিহত শহীদুলের বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা সেটি দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে জেলা সদর হাসপাতাল মর্গে অজ্ঞাত পরিচয় এক যুবকের পা বাঁধা ক্ষত-বিক্ষত লাশ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :