এখনও অনশনের অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৭ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫১
একই দাবিতে আগেও প্রতীকী অনশন করে বিএনপি

বুধবার পূর্বঘোষিত অনশন কর্মসূচির অনুমতির জন্য কার্যালয়ে গিয়েও ডিএমপি কমিশনারের সাক্ষাৎ পায়নি বিএনপির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আরেক উপদেষ্টা আব্দুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ছিলেন।

জয়নুল আবদিন ফারুক ঢাকাটাইমসকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ডিএমপি কার্যালয়েই অবস্থান করেছি। কিন্তু আমাদের সঙ্গে ডিএমপি কমিশনার দেখা করেননি। আমাদেরকে বলা হয়েছে, উনি (ডিএমপি কমিশনার) মিটিংয়ে আছেন।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং কারাগারে আদালত স্থাপনের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর দুই ঘণ্টার প্রতীকী অনশন পালন করার কথা বিএনপির।

রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ অথবা গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছে দলটি।

তবে এখন পর্যন্ত অনুমতি না পাওয়ায় কর্মসূচি পালন হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

দুর্নীতির একটি মামলায় দণ্ডিত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর থেকে দলটি চেয়ারপারসনের মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য তার চিকিৎসার দাবিও যুক্ত হয়েছে বিএনপির আন্দোলনে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :