কিশোর মেহেদী হত্যায় আরও তিন আসামির দোষ স্বীকার

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬

কিশোর মেহেদী হাসান হত্যা মামলায় আরও তিন আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, সোহেল রানা, মেহেরার হোসেন ও সাইফুল ইসলাম।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ও দেলোয়ার হোসেন এই জবানবন্দি গ্রহণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এক দিনের রিমান্ড শেষে আজ চার আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান। তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আরেক আসামি মনির হোসেন স্বীকারোক্তি না দেওয়ায় তাকে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রবিবার (৯ সেপ্টেম্বর) এই চার আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

ওই দিন আরও চার আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। তাদের মধ্যে সাইফ, আরাফাত ও সিফাত নামের তিন আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আর আপেল নামের অন্য আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানো হয়।

দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ৩১ আগস্ট ছুরিকাঘাতে খুন হয় দক্ষিণখান চেয়ারম্যানবাড়ি নগরিয়া এলাকার মেহেদী হাসান শুভ (১৭)। ওই ঘটনায় গত ১ সেপ্টেম্বর মেহেদীর বাবা বাদী হয়ে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। গত ৮ সেপ্টেম্বর আটজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগ।

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :