তিন দিনেও খুলেনি শিশু জনি হত্যার জট

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩২

নেত্রকোণার কেন্দুয়ায় শিশু জনি হত্যার জট এখনও খুলেনি। তিন দিনেও এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্র জনির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, জনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রবিবার দুপুরে লাশ উদ্ধার এগারো বছরের জনি হচ্ছে উপজেলার গগডা গ্রামের সোবহান মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জনি। পরে বিভিন্নস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রবিবার দুপুরে বাড়ির সামনের পুকুরে ভাসমান একটি বস্তায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী জনির লাশ উদ্ধারের পর প্রাথমিক ধারণার কথা জানিয়ে বলেছিলেন, জনিকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে ফেলে রাখে দুর্বত্তরা। জনির পরিবারের পূর্ববিরোধসহ সবদিক বিবেচনায় রেখে তদন্ত করা হচ্ছে।

ওসি মঙ্গলবার সন্ধ্যায় জানান, জনির বাবা থানায় অজ্ঞাতপরিচয়ের আসামি করে মামলা করেছেন। মামলায় তিনি পূর্ববিরোধে প্রতিপক্ষের লোকজনদের সন্দেহের কথা বলেছেন।

এখনও হত্যার রহস্য উদঘাটন করা যায়নি জানিয়ে তিনি বলেন, তদন্ত এগিয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে এবং কারা কীভাবে-কেন এই হত্যা করেছে, তা জানা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :