স্ত্রীর মৃত্যু: ১২ ঘন্টার প্যারোলে মুক্ত নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪

স্ত্রীর দাফনে অংশ নিতে ১২ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারারুদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এছাড়া একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পাবেন নওয়াজ কন্যা মরিয়ম এবং তার স্বামী সফদর।

পাঞ্জাবের প্রাদেশিক প্রশাসনের এক বিবৃতিতে তাদের প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অবস্থা বিবেচনা করে পাকিস্তান আইন অনুযায়ী এ সময় ৭২ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ। ২০১৭ সালের জুন মাস থেকে লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন কুলসুম।

বৃহস্পতিবার কুলসুমের মৃতদেহ লাহোরে পৌঁছবে। শুক্রবার বাদ জুমা জানাযা শেষে লাহোরের রাইওয়ান্ডের জাতি উমরায় শরিফ পরিবারের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কুলসুম নওয়াজ ও নওয়াজ শরিফ দম্পতির চার সন্তান- হাসান, হুসাইন, মরিয়ম এবং আসমা বেঁচে আছেন।

গত বছরের আগস্টে লিম্পোমা’তে আক্রান্ত হন তিনি। ক্যানসারের প্রথম ধাপেই এই রোগ ধরা পড়ার পর থেকেই লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। এরপর তার কয়েক বার অস্ত্রোপচার এবং কমপক্ষে পাঁচ বার কেমোথেরাপি দেয়া হয়।

চলতি বছরের জুনে তার হ্যার্ট অ্যাটাক হয় এবং ভেন্টিলেটরে পাঠানো হয়। ১২ জুলাই তার স্বাস্থ্যের অবস্থা একটু উন্নত হয় বলে তার পরিবার জানায়।

দুর্নীতির দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার মেয়ে মরিয়ম নওয়াজকে ৭ বছর কারাদণ্ডাদেশ দেন আদালত। তারা উভয়ই এখন রাওয়ালপিন্ডি আদিয়ালা কারাগারে কারাদণ্ড ভোগ করছেন।

কুলসুম কাশ্মিরি পরিবারে ১৯৫০ সালে লাহোরে জন্মগ্রহণ করেন। ইসলামিয়া কলেজে পড়াশোনা করেন এবং লাহোরের ফরম্যান খ্রিষ্টান কলেজ থেকে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দু বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। একই বছর নওয়াজ শরিফকে বিয়ে করেন।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :