লঙ্কানদের বিপক্ষে আশাবাদী মাহমুদউল্লাহ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। আসরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

দুবাই স্পোর্টস সিটি'র আইসিসি একাডেমিতে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। এশীয় শ্রেষ্ঠাত্বের লড়াইয়ের উদ্বোধনী ম্যাচটিকে সামনে রেখে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন,‘আমার মনে হয় শ্রীলঙ্কিার বিপক্ষে কয়েক মাস আগে আামাদের কিছু ভালো স্মৃতি আছে। কিন্তু শ্রীলঙ্কা অনেক ভালো দল। তারা খুব ভালো ক্রিকেট খেলছে। তাদের বিপক্ষে জয় পেতে হলে অবশ্যই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমরা সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েই এসেছি। তাই আশা করছি আমরা পারব। ’

দল হিসেবে এই প্রথম দুবাইয়ের মাঠে খেলবে বাংলাদেশ দল। কিন্তু তবুও প্রবাসি বাঙালীদের সমর্থন আশা করছেন টাইগার অলরাউন্ডার রিয়াদ। তার মতে,‘আশাকরি আমরা এখানে অনেক সমর্থন পাবো। কারণ অনেক বাংলোদেশি এই দেশে বাস করে। আশাকরি তারা আমাদের সমর্থন দিতে আসবে এবং আমরাও তাদেরকে ভালো ফলাফল দিতে পারবো।’

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এইচএ)