শারজায় ১৯ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা’তে একটি ভবনের ১৯তলা থেকে পড়ে ইথিওপিয়ান এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শারজা পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

বুধবার আল কাসবা এলাকার একটি আবাসিক ভবনে এই ঘটনা ঘটে।

২২ বছর বয়সী ওই গৃহকর্মীর লাশ রক্তাক্ত অবস্থায় একটি সুইমিংপুলে পড়ে থাকতে দেখে নির্মাণ শ্রমিকরা। তারাই শারজা পুলিশকে ঘটনাটি জানায়।

পুলিশের টহল দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মারাত্মক আহত ওই তরুণীর ততক্ষণে মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গৃহকর্মী ৬০ বছর বয়সী এক নারী ও তার ৩০ বছর বয়সী ছেলের জন্য কাজ করতেন।

গৃহকর্ত্রী ও তার ছেলের দাবি, রান্না ঘর পরিষ্কার করার সময় জানালা দিয়ে পড়ে যায় ওই গৃহকর্মী।

পুলিশ গৃহকর্মীর মৃত্যুর ঘটনার তদন্ত করছে। গৃহকর্ত্রীর ৩০ বছর বয়সী ছেলেকে বুহাইরা পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

শারজা পুলিশ কর্মকর্তারা খালিজ টাইমসকে জানান, গৃহকর্মী লাশ ময়না তদন্তের জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই)