ভূমিকম্প আতঙ্কে তাড়াহুড়ো করতে গিয়ে তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বুধবার সকালে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের জেরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যুর জন্য সেই ভূমিকম্পই পরোক্ষভাবে দায়ী।

বুধবার সকালে ভূকম্প অনুভূত হওয়ার পরেই আতঙ্কে দোতলার সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিচে পড়ে যান সম্রাট দাস নামে ওই তরুণ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ২২ বছর বয়সী ওই তরুণের বাড়ি শিলিগুড়ির উপকণ্ঠে শান্তিনগরে।

ওই যুবকের পরিবার সূত্রে জানানো হয়েছে, সকালে ঘুম থেকে উঠে পোষ্য হ্যাপিকে আদর করছিলেন সম্রাট। সেই সময়েই ভূকম্প অনুভূত হয়। পোষ্যকে নিয়ে হুড়োহুড়ি করে দোতলা থেকে নিচে নামার সময় কোনওভাবে পড়ে যান তিনি। সিঁড়ি দিয়ে গড়িয়ে সরাসরি নিচে চলে আসেন। পড়ে যাওয়ার আওয়াজ পেয়েই দৌড়ে আসেন তার মা। দেখেন, ছেলে সিঁড়ির একেবারে নিচের ধাপে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে।

সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডেকে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানে চিকিৎসকেরা জানান, তাদের কাছে আপৎকালীন চিকিৎসা ব্যবস্থা নেই। তাই পাশের অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় সম্রাটকে। সেখানে চিকিৎসকেরা জানান, সম্রাটের মৃত্যু হয়েছে।

সম্রাট মুর্শিদাবাদের একটি বিএড কলেজে পড়তেন। পাড়ায় মেধাবী ছাত্র হিসেবে সম্রাট পরিচিত ছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

এই বিভাগের সব খবর

শিরোনাম :