চবিতে ছাত্রলীগের আট নেতাকর্মীকে কারণদর্শানোর নোটিশ

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস

সাংবাদিক মিনহাজ তুহিনকে মারধরসহ পৃথক দুইটি ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আট শিক্ষার্থীকে কারণদর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে চারজন শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের নেতাকর্মী। অন্য চারজন ছাত্রলীগের আরেক গ্রুপ ভিএক্সের নেতাকর্মী।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি ঢাকাটাইমসকে বলেন, সাংবাদিকসহ শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় আট শিক্ষার্থীকে তিন কার্যদিবসের মধ্যে কারণদর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে শাটল ট্রেনে সিট ধরা নিয়ে এক শিক্ষার্থীকে র‌্যাগ দেয়ার সময় বাধা দিলে আলোকিত বাংলাদেশ পত্রিকার চবি প্রতিনিধি ও আরবি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম তুহিনকে মারধর করেন শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের নেতাকর্মীরা।

ওই ঘটনায় ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য মাহমুদুল হাসান রূপক, ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রাজিবুল আলম ও সাব্বির হোসেন এবং মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী তৈমুর হোসেনকে কারণদর্শাতে বলেছে প্রশাসন।

এর আগে ৯ সেপ্টেম্বর (রোববার) সিগারেটের ধোঁয়া আসায় কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হাটহাজারী স্টুডেন্ট অ্যাসোসিয়শনের সহ-সভাপতি শান্তনু নাথকে মারধর করে শাখা ছাত্রলীগের আরেক বগিভিত্তিক গ্রুপ ভিএক্সের নেতাকর্মীরা।

শান্তনু নাথকে মারার ঘটনায় চারজনকে কারণদর্শাতে বলা হয়েছে। তারা হলেন, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এমাদ উদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের সালাউদ্দিন সাজ্জাদ, একই সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল এবং পদার্থবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের লিপ্টন দাশ।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)