প্রথমার্ধে ভারত ০, পাকিস্তান ০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৭ | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২০:২৮

প্রথমার্ধে গোল করতে পারল না কোনো দল। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেল ভারত-পাকিস্তান। সাফ সুজুকি কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুইটি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে সাতটায়।

ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ভারত। ৬১ শতাংশ সময় ধরে তারা বল নিয়ন্ত্রণে রাখে। আর ৩৯ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান। ভারত টার্গেটে শট নেয় চারটি। পাকিস্তান টার্গেটে শট নেয় তিনটি।

‘এ’ গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ‘এ’ গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়েও দুর্ভাগ্যজনকভাবে সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের।

আজ বিকালে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠেছে মালদ্বীপ। আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :