জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৮
ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শতাধিক বাড়িঘর বিদ্যুতায়িত হয়ে সুজন মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বুধবার বিকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুজন মণ্ডল চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মৃত বছির মণ্ডলের ছেলে ছিলেন।

এ ঘটনায় আহত সাতপোয়া ইউনিয়নের চররৌহা খৈলশাকুড়ি গ্রামের মজিবর রহমান, শিশু গোলাপী ও গৃহবধূ নেফুল বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সাতপোয়া ইউনিয়নের চররৌহা গ্রামের খৈলশাকুড়ি পাড়ায় পিডিবির বিদ্যুতের খুঁটি থেকে সচল তার ছিঁড়ে একটি ঘরের টিনের চালে পড়ে। এতে ওই ঘরসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর বিদ্যুতায়িত হয়। এ সময় লোকজন আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসার সময় ঘরের টিনে বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত সুজন মন্ডলকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা রাতেই বাড়ি ফিরে যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, সাতপোয়া ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে একজন মারা যাওয়ার কথা শুনে আমরা সরিষাবাড়ী হাসপাতালে গেলে মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় আহত কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অবৈধ বিদ্যুতে চলছে ইউপি কার্যালয়

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :