গণবিশ্ববিদ্যালয়ে ভুয়া ছাত্র শনাক্ত

গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৪

গণবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে এক ভুয়া ছাত্রকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি মো. সোহাগ হোসেন নামে এক ব্যক্তি ক্যাম্পাসে এসে নিজেকে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের একজন উত্তীর্ণ ছাত্র পরিচয় দিয়ে জানান, তিনি পুলিশের এসআই পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন- এখন মৌখিক পরীক্ষা হবে।

তিনি জানান, তার ফলাফল আগে অনলাইনে পাওয়া যেত- এখন পাওয়া যাচ্ছে না। পুলিশ বিভাগ থেকে অনলাইনে ভেরিফিকেশন করা হবে।

তার কাছে প্রাপ্ত মার্কসশিটের লেখা দেখে বিভাগীয় প্রধানের সন্দেহ তৈরি হলে (গণবিশ্ববিদ্যালয়ে এপ্রিল ও অক্টোবর সেশন ব্যবহৃত হয়) মো. সোহাগ হোসেনের কাছে তার বিভাগের ব্যাচ নাম্বার ও পরীক্ষার আইডি নাম্বার জানতে চাওয়া হয়।

কিন্তু তিনি তা জানাতে ব্যর্থ হন। এছাড়া তার কাগজপত্র ভর্তি শাখা, রেজিস্ট্রেশন শাখা, ব্যবসায় প্রশাসন বিভাগ ও সর্বোপরি পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় পরীক্ষা করে দেখা যায় যে- তার টেস্টিমোনিয়াল, মার্কশিট, প্রভিশনাল সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, রেজিস্ট্রেশনকার্ড সবই ভুয়া এবং কাগজপত্রে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ যাদের স্বাক্ষর দেখানো হয়েছে- সেগুলোও নকল এবং মূল স্বাক্ষরের সাথে কোন মিল নেই।

পরে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :