৪০ মন্ত্রণালয়ে আটকা ৬৬৮ কোটি টাকার বিদ্যুৎ বিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৪
ফাইল ছবি

সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ৪৩৫ কোটি ৩১ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর মধ্যে ৪০ মন্ত্রণালয়ের কাছে বকেয়া ৬৬৮ কোটি টাকা। আর আধা-সরকারি ও বেসরকারি সংস্থার কাছে বকেয়া ৭৬৬ কোটি টাকা।

আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া পড়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে, যার পরিমাণ ৯৫ কোটি টাকা। এর পরেই আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই প্রতিষ্ঠানের কাছে পাওনা ৬৪ কোটি টাকা।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বিদ্যুৎ বিল বকেয়া পড়া অন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে খাদ্য মন্ত্রণালয়ের কাছে বকেয়া ৫২ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ৪৬ কোটি টাকা, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ৪৪ কোটি টাকা, স্থানীয় সরকার বিভাগের ৩৬ কোটি টাকা, কৃষি মন্ত্রণালয়ের কাছে ২৪ কোটি টাকা, বাণিজ্য মন্ত্রণালয়ের ২০ কোটি টাকা, যোগাযোগ মন্ত্রণালয়ের ২২ কোটি টাকা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২১ কোটি টাকা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ১৬ কোটি টাকা, সংস্কৃতি মন্ত্রণালয়ের আট কোটি টাকা, নির্বাচন কমিশনের আট কোটি টাকা, অর্থ বিভাগের বকেয়া ১০ কোটি টাকা, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তিন কোটি টাকা, তথ্য মন্ত্রণালয়ের বকেয়া ছয় কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বকেয়া ১১ কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগের বকেয়া পাওনা ভূমি মন্ত্রণালয়ে আট কোটি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে ৯ কোটি, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ে সাত কোটি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ১৩ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১২ কোটি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ১২ কোটি ও পরিকল্পনা কমিশনের বকেয়া ১১ কোটি টাকা।

এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ে দুই কোটি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে দুই কোটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চার কোটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুই কোটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে চার কোটি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার কোটি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে ৬০ লাখ টাকা বকেয়া পাওনা আছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের।

এদিকে, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি), বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে আরও প্রায় দুই কোটি টাকা বকেয়া রয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :