মাশরাফির চোখ বিশ্বকাপে

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৬

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আগামীকাল থেকে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। এই এশিয়া কাপকেই ২০১৯ সালের বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ভাবছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে বিশ্বকাপে চোখ রাখছেন অধিনায়ক।

টুর্নামেন্টের আগে আইসিসিডটকমকে মাশরাফি বলেন,‘আইসিসি বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যেখানে সবাই বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে চায়। এশিয়া কাপ আমাদেরকে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে অনেক বেশি সহযোগিতা করতে বলে বিশ্বাস করি। কারণ, এশিয়া কাপ থেকেই আগামী বিশ্বকাপ পর্যন্ত আমাদেরকে বেশ কয়েকটি সিরিজে অংশ নিতে হবে।’

শেষ তিন আসরের দুটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। যার কারণে এবারের আসরেকে নিয়েও বেশ আশাবাদী অধিনায়ক। তিনি বলেন,‘এশিয়া কাপের গত তিনটি আসরে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি রয়েছে। শেষ তিনটি আসরের দুটিতেই আমরা ফাইনাল খেলেছিলাম। আইসিসি র‍্যাংকিংয়ে আমরা এশিয়ার তৃতীয় সেরা দল। এটাই আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিচ্ছে।’

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/এইচএ)