যুদ্ধ করার অবস্থায় নেই যুক্তরাষ্ট্র: ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৬ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

মার্কি যুক্তরাষ্ট্র অতিতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বেশি একঘরে হয়ে পড়েছে এবং বর্তমানে যুদ্ধ করার মত অবস্থায় নেই বলে মন্তব্য করেছে ইরানের ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি।

বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে একথা বলেন হোসেইন সালামি। খবর পার্সটুডের।

তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ৪০ বছর পার হয়েছে। এ সময়ের মধ্যে নানা ষড়যন্ত্র করেছে সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করেছে। এখন যুক্তরাষ্ট্রই একঘরে হয়ে পড়েছে।

হোসেইন সালামি বলেন, কোনো দেশই এখন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট গড়তে চাচ্ছে না। নানা দিক বিবেচনায় যুদ্ধ করার অবস্থায় নেই যুক্তরাষ্ট্র। এ কারণে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কা নেই।

শত্রুরা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পরই দুদেশের সম্পর্ক আরো অবনতি হয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বাকযুদ্ধের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছে।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :