শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলে উন্নয়ন থেমে যাবে: দোলন

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২

ফরিদপুর ও আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

উন্নয়নের ধারা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-১ আসনে নৌকা মার্কার মনোনয়নপ্রত্যাশী আরিফুর রহমান দোলন।

শুক্রবার সকালে ফরিদপুরের বোয়ালমারীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এক বর্ধিত সভায় যোগ দেন দোলন। বোয়ালমারী উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষক লীগ এই সভার আয়োজন করে।

কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বলেন, ‘শেখ হাসিনা জনগণের প্রকৃত বন্ধু। তিনি যদি প্রধানমন্ত্রী না হন, তাহলে এ দেশের উন্নয়ন ও অগ্রগতি থেমে যাবে।’

পদ্মাসেতুর উদাহরণ টেনে দোলন বলেন, ‘যে সেতু আজ হচ্ছে, তা যেন না হয় সেজন্য বিএনপি-জামায়াত, ড. ইউনূস বিশ্বব্যাংককে বুঝিয়ে ঋণ বন্ধ করে দিয়েছিল। তারপরেও শেখ হাসিনা দমে যান নাই। তিনি আমাদের সাধারণ মানুষের টাকাতেই এই পদ্মা সেতু করছেন। শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসতে না পারেন এই পদ্মা সেতুর কাজও থমকে যাবে।’

‘আজকে সারাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেই বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতুর জন্য লোন দিতে চায়নি, তারাও বলতে বাধ্য হচ্ছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে।’

ফরিদপুর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দোলন বলেন, ‘শেখ হাসিনার আওয়ামী লীগই দেশের মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়েছে। আর বিএনপি যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল। লুটপাট করে তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে।’

‘যারা মুক্তিযুদ্ধে দোশদ্রোহীতা করেছে সেই রাজাকারদের এই সরকার ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে সেই দল প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে হানাহানি, কাটাকাটিতে দেশ আবার পিছিয়ে যাবে।’

‘এ জন্য সচেতন হয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার।’

অনলাইন পত্রিকা ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অতীতের কোনো সরকার তা করতে পারেনি। বর্তমান সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে বর্তমান সময়ের চেয়ে আরও ভালো থাকতে পারবেন।’

বিএনপি-জামায়াত চক্র দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এমনটা জানিয়ে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, বিএনপি-জামায়াত চক্র মুক্তিযুদ্ধবিরোধী। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য তারা হুমকি।’

‘জামায়াত চক্র যদি কোনোভাবে বিএনপিকে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে আজকে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কথা বলছি সেটাও গুঁড়িয়ে দেয় কি না, তা নিয়ে শঙ্কা করছি। এজন্য আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

বর্ধিত সভায় দোলন বলেন, এক সময়ে সারের জন্য কৃষক ভাইদের জীবন দিতে হয়ে হয়েছিল। আর দেশের কৃষক ভাইয়েরা এখন সঠিক সময়ে সার, বীজসহ কৃষি উপকরণ পাচ্ছেন।

বিভ্রান্ত সৃষ্টিকারীদের শেখ হাসিনা মনোনয়ন দেবেন না

বর্ধিত সভায় কৃষক লীগের সহসভাপতি বলেন, এতদিন যারা জনগণের সঙ্গে সম্পর্ক রাখেন নাই শেখ হাসিনা কেনো তাদের মনোনয়ন দিবে। বিভ্রান্তি ছড়িয়ে লাভ হবে না। বিভ্রান্তকারীদের শেখ হাসিনা মনোনয়ন দেবেন না।’

দোলন বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলছেন, মনোনয়ন হবে মাঠে জনগণ যাদের চায়, যাদের জনপ্রিয়তা আছে, সেই জনপ্রিয়তা যাচাই বাছাই করে মনোনয়ন হবে।

‘এতদিন তারা জনগণের কাছে আসেন নাই। আর এখন এসে জনগণের হাতে পায়ে ধরছে। অভিনয় করছে জনগণের পায়ে ধরার। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমরা জনগণের বন্ধু চাই, সেবক চাই, কিন্তু অভিনয় শিল্পী চাই না।’

‘১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ভারী অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। কিন্তু দেশের সাধারণ মানুষ স্বাধীনতায় এবং মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্য ছিল। প্রায় খালি হাতে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ গড়েছে। অতএব কতিপয় দুষ্কৃতকারী ও মানুষের হক নষ্টকারীরা যা খুশি তাই বলবে আর তাই হয়ে যাবে? এটা হবে না।’

বোয়ালমারি উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ আব্দুর রহমান বাশারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটনের পরিচালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার দাস, পৌর কৃষকলীগের সভাপতি রোকন উদ্দীন আহম্মেদ, জেলা কৃষকলীগের সদস্য ও সাবেক ঘোষপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশিউল আজম বাবু, চতুল ইউপি কৃষকলীগের সভাপতি গাজী শামসুজ্জামান খোকন, হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এএকে/ওআর/এমআর)