বাংলাদেশ ৬, শ্রীলঙ্কা ৩৬

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫৯ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৩

অনলাইন ডেস্ক

রাত পোহালেই মরুর বুকে পর্দা উঠবে এশিয়া কাপের ১৪তম আসরের। আসরের শুরুর দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

এক নজরে দুই দলের পরিসংখ্যান-

১. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ে এখনো পর্যন্ত মোট ৪৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৬ ম্যাচে শ্রীলঙ্কা ও ৬ ম্যাচে জয়ের দেখা পেয়েছে লাল-সবুজরা। ফলাফল ছাড়াই বাকি দুটি ম্যাচ নিষ্পত্তি হয়েছে।

২.বর্তমান আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৮০রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট। লঙ্কানদের থেকে এক ধাপ ওপরে অর্থাৎ সাত নম্বরে ৯২ পয়েন্ট নিয়ে অবস্থান বাংলাদেশের।

৩. দুই দলের সর্বোচ্চ সংগ্রহের দিক দিয়ে এগিয়ে লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৩৩২ রান। আর লঙ্কানদের বিপক্ষে টাইগারদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ৩২৪ রান।

৪. দুই দলের ব্যক্তিগত রান সংগ্রহের দিক দিয়ে সবার উপরে আছেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। অবসরের আগে টাইগারদের বিপক্ষে ৩১টি ওয়ানডে খেলেছিলেন তিনি। যেখানে ৩৮.৯০ গড়ে তাঁর সংগ্রহ ১২০৬ রান। রয়েছে ৫টি শতক এবং ৬ টি অর্ধশতক।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহক হলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। লঙ্কানদের বিপক্ষে ১৯ ম্যাচে ৬৪৩ রান করেছেন তিনি।

৫. বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মুখোমুখি লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন কিংবদন্তী লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। ১৭ ম্যাচে মাত্র ৩.৩৪ ইকোনমি রেটে ৩১ উইকেট নিয়েছিলেন মুরলি। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রহক হলেন মাশরাফি বিন মর্তুজা। ২১ ম্যাচে ৫.২৬ উকোনমিতে ২৪টি উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

৬. সর্বনিম্ন দলীয় রান- দুই দলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন দলীয় স্কোরটি বাংলাদেশেরই। ২০০২ সালে মাত্র ৭৬ রানে গুঁটিয়ে গিয়েছিলো তারা। যা এখন পর্যন্ত তাদের সর্বনিম্ন দলীয় স্কোর। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সবথেকে কম দলীয় রান ১৪৭। ২০০৯ সালে ঢাকার মাঠে এই রান করেছিলো লঙ্কানরা।

বিগত পরিসংখ্যানে বাংলাদেশ থেকে এগিয়ে শ্রীলঙ্কা। তবে বর্তমান পারফর্মে কোনো অংশে পিছিয়ে নেই টাইগাররাও। তাই সবকিছু মিলিয়ে বলাই দুই দলের মধ্যেকার খুব কঠিন লড়েই হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/ এইচএ