‘আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ গড়তে তরুণদের এগিয়ে আসতে হবে’

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশ গড়ে তুলতে হলে তরুণ-তরুণীদের এগিয়ে আসতে হবে। দেশ ও ভাষার জন্য এখন আর রক্ত দিতে হবে না। এখন দেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার সকালে চাঁদপুর সরকারি কলেজ মিলনায়তনে ‘চাঁদমুখ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অভিষেক ও আইসিটি অলিম্পিয়াড-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার জিহাদুল কবির, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম. দেওয়ার হোসেন, উপাধ্যক্ষ অসিত বরণ দাস।

স্বাগত বক্তব্য দেন- সংগঠনের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ।

অনুষ্ঠানে চাঁদপুরের আট উপজেলা থেকে প্রায় ১৩শ’ শিক্ষার্থী আইসিটি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৪সেম্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :