জিপারের কার্টুনে মিলল আড়াই কেজি স্বর্ণ

প্রকাশ | ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ (২৫টিবার) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তার।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর কার্গো শাখার একটি জিপারের কার্টুন থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তথ্য ছিল সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটে এসকিউ৪৪৬ বিমানযোগে স্বর্ণ আসছে এবং তা কার্গো শাখার জিপারের প্যাকেটে বিশেষ লুকিয়ে আনা হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে এয়ারওয়ে বিল ৬১৮৬২৩৮২৯৬১/২ প্লেট নং ৭০২৮১ শনাক্ত করে কার্গো শাখার দায়িত্বে নিয়োজিতদের সহায়তায় ৭০২৮১ নং প্লটের মধ্য থেকে সন্দেহজনক জিপার ভর্তি দুটি কার্টুন বের করা হয়। পরে প্যাকেটগুলো খুলে দুই কেজি ৫০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ডিজি বলেন, জব্দ করা আড়াই কেজি স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ২৫ লাখ টাকা।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএস/জেবি)