জাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে রবিবার

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ রবিবার (১৬ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। গত ১৭ আগস্ট সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. আবু হাসান জানান, এ পর্যন্ত (শনিবার সকাল সাড়ে ৮টা) প্রায় তিন লাখ বিশ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে প্রায় ২ লাখ ৯০ হাজার জন ভর্তিচ্ছু।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ১১ অক্টোবর পর্যন্ত। আর ভর্তি পরীক্ষার তারিখ পরে এসএমএস ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইসের মাধ্যমে জানান হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :