বাংলাদেশের সামনে দুই প্রতিপক্ষ

দেলোয়ার হোসেন, দুবাই থেকে
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৯

অন্য দলগুলোর তুলনায় দুবাই বাংলাদেশের জন্য একটু কঠিনই।৪০ ডিগ্রী তাপমাত্রার ভ্যাবসা গরমে বাংলাদেশি খেলোয়াড়রা কতটা স্বাভাবিক খেলা খেলতে পারবে, তা নিয়ে চিন্তার ভাজ খোদ টিম ম্যানেজমেন্টের কপালে।

গতকাল বিকালে ৬ অধিনায়কের সংবাদ সম্মেলনে মাশরাফি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন বটে, কিন্তু ভেতরে ভিতরে যে তিনি বেশ চিন্তায় আছেন সেটা বুঝতে কষ্ট হলো না। বার কয়েক হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই কৃত্রিম হাসির মধ্যে দুশ্চিন্তার আভা প্রকাশ পাচ্ছিলো।

দুবাই ক্রিকেট স্টেডিয়াম থেকে সাংবাদ সম্মেলন শেষে দুই কিলোমিটার দূরে অবস্থিত আইসিসি ক্রিকেট একাডেমী মাঠে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার পর মাশরাফি আলাদাভাবে কথা বললেন বাংলাদেশি মিডিয়ার সঙ্গে। এখানেও হাসিখুশি চির চেনা মাশরাফিকে পাওয়া গেল না।প্রচণ্ড গরমে হাসফাস অবস্থা, ক্লান্ত অবয়ব তা বলে দিচ্ছিলো।

দুবাইয়ে এখন গ্রীষ্মের শেষ দিক। ৫০/৫২ থেকে তাপমাত্রা নেমে এসেছে ৩৫/৩৬ ডিগ্রীতে। কিন্তু এই তাপমাত্রা আগন্তুকদের কাছে কতটা অসহনীয়, বোঝানো কঠিন। ট্যাপ ছাড়লে প্রায় ফুটন্ত পানি বের হয়। সন্ধ্যার আগে চলাফেরা আগন্তুকদের জন্য অনেকটা অসম্ভব। যারা দীর্ঘ দিন এখানে আছেন তাদের অনেকেই আবার এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন।

আফগানিস্তানের তাপমাত্রা অনেকটা এখানকার মতো। দুবাইতে তারা নিয়মিত খেলেও থাকে। শ্রীলঙ্কাও পাকিস্তানের সঙ্গে আমিরাতে নিয়মিত সিরিজ খেলে এখানকার কন্ডিশনের সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছে। সে তুলনায় বাংলাদেশ দল এখানে নতুন, অনভ্যস্ত। সব মিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হয়ে উঠেছে এখানকার কঠিন কন্ডিশন।

বাংলাদেশ অধিনায়কও সেটা স্বীকার করে নিলেন।বললেন,‘হ্যাঁ, গরম খুব মেটার করবে। পাকিস্তান-আফগানিস্তানের এখানে খেলার অভিজ্ঞতা অনেক। শ্রীলঙ্কাও কয়েকদিন আগে খেলে গিয়েছে। কিন্তু দল হিসেবে আমরাই সবচেয়ে নতুন। পিএসএল খেলার সুবাধে কয়েকজন হয়তো খেলার সুযোগ পেয়েছে তাও ওইভাবে না। তার মানে এই না যে আমরা নেতিবাচক ভাবছি। আমরা ইতিবাচক ভাবেই ভাবছি। সবকিছুর সঙ্গে এডজাস্ট হয়ে ভালো টিম হিসেবেই মাঠে নামতে চাই।’

আজকের ম্যাচে অন্যরকম যুদ্ধেরও একটা আঁচ পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা- বাংলাদেশ যেন চিরপ্রতিদ্বন্দ্বি হয়ে ওঠেছে। শ্রীলঙ্কার মাটি থেকে টেস্ট ও ওয়ানডে সিরিজ ভালো করে ফেরার পর দেশের মাটিতে সেই শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হতে হয়েছে বাংলাদেশকে। আবার গত মার্চে নিজেদের মাঠে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ বিধ্বস্ত করে ছেড়েছে লঙ্কানদের। মাঠের বাইরের কিছু বিষয়েও দুই দলকে পরস্পরের বিপক্ষে আবেগী প্রতিদ্বন্দ্বি হিসেবে দাঁড় করিয়েছে।

কিন্তু মাশরাফি এসব বিষয় নিয়ে ভাবতে চাইছেন না। স্রেফ ম্যাচেই ফোকাস তার। বলেছেন,‘এখন অ্যাসেজে হয়, আগে ভারত-পাকিস্তান হতো। এই ধরনের দল নিয়ে আলাদা হাইপ থাকে। সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি বলে হয়তবা শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আমাদেরকে নিয়ে এরকম কিছু ভাবা হচ্ছে। এসব অবশ্য আমি একটুও আমল দেই না, ওরাও আমল দেয় না বলেই মনে হয়। অপ্রোয়জনীয় জিনিস বাদ দিয়ে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত আমরা কাল যে প্লানিং নিয়ে নামতে চাই সেটা যেন করতে পারি।’

দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য শ্রীলঙ্কা ম্যাচটাকে ভাইটাল মনে করছেন মাশারাফি।বলেন,‘আমাদের প্রতিপক্ষ যদি ভারত কিংবা পাকিস্তান থাকতো, তাহলে জেতার যে ইচ্ছাটা তা একই রকমই থাকতো। আমরা জানি,এই ম্যাচ হারলেও সেকেন্ড ম্যাচে সুযোগ আছে। কিন্তু কাল ভাল কিছু করতে পারলে আমাদের টুর্নামেন্টের জন্য ভাল হবে। তাহলে নেক্সট ম্যাচ আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব। এ ধরনের টূর্নামেন্টে প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আর ফরমেটটাও এবার সাজিয়েছে নতুন করে। আবার সেকেন্ড রাউন্ডে গেলে তিন চারটা খেলা পর পর খেলা। সব কিছু এই টুর্নামেন্টে চ্যালেঞ্জ আছে। প্রথম ম্যাচটা হলে হবে কি মানসিকভাবে, শারীরিকভাবে সব কিছুতে সুবিধা হবে।’

গতকাল সংবাদ সম্মেলন শেষ করে উইকেটের দিকে ছুটি গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।ভালোই লেগেছে উইকেট। মনে করছেন, ম্যাচ হবে স্পোর্টিং পিচে। মাশরাফি বলেন,‘উইকেট কেবল আমিই দেখেছি। আর কারো সুযোগ হয়নি। উইকেটটা খুব ভাল মনে হচ্ছে। যতটুকু তথ্য নিলাম বললে যে সেরা একটি উইকেটে খেলা হবে। আফগানিস্তান সাজেস্ট করছে। কারণ ওরা এই উইকেটে বেশি ম্যাচ খেলে। পাকিস্তান সাধারণত: এই উইকেটে খেলে না।’

সামনে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ গুরুত্বপূর্ণ মনে করছেন সবাই। মাশরাফিও মনে করছেন এটা। তবে বিশ্বকাপের ভাবনা দূরে রেখে আপাতত এশিয়া কাপেই মনোযোগ দিচ্ছেন তিনি।

বললেন,‘এশিয়া কাপ নিয়ে অনেকেই অনেক কিছু বলেছে। সবার মতো আমারও মনে হয় এই টুর্নামেন্টটি দারুণ ও আকর্ষণীয় হবে। আমাদের জন্য এই টুর্নামেন্টে ভালো করাটা জরুরি। শুরুটা ভালো করা খুব বেশি প্রয়োজন। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুটা ভালো হলে টুর্নামেন্টে আমাদের ভালো করা সম্ভব হবে।’ ‘বিশ্বকাপের আগে কম্বিনেশন সাজাতে এশিয়া কাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এর আগে আমাদের এবং সবাইকে অনেক সিরিজ খেলতে হবে। সেগুলো দারুণ সয়াহক হবে।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

আজ রাতে হাইভোল্টেজ মিলান ডার্বি, জিতলেই শিরোপা নিশ্চিত ইন্টারের

সবাইকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন অধিনায়ক বাবর আজম

আগামী ২ বছরের জন্য বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ

এই বিভাগের সব খবর

শিরোনাম :