মামলার জলোচ্ছ্বাসে প্লাবিত সারাদেশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২

গায়েবি মামলার জলোচ্ছ্বাসে সারাদেশ প্লাবিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। বলেছেন, একদিকে বিএনপি নেতাকর্মীদের লাগামহীন গ্রেপ্তারের উন্মাদনা, অন্যদিকে গায়েবি মামলার জলোচ্ছ্বাসে সারাদেশ প্লাবিত। বিরোধী দলের নেতাকর্মীরা গ্রাম থেকে শহরে ও শহর থেকে বন্দরে ছুটে বেড়াচ্ছে। সরকারি জুলুমের তীব্র কষাঘাতে সারাদেশ বিরানভূমিতে পরিণত হয়েছে।’

শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী একথা বলেন।

সরকার গোটা দেশকে ভুতুড়ে বাড়িতে পরিণত করার উদ্যোগ নিয়েছে দাবি করে রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা ঘরছাড়া, গ্রাম ও শহর নেতাশুণ্য, কর্মীশূন্য। তৃণমূলের ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন কমিটিতে সভাপতি থেকে সর্বশেষ সদস্য পর্যন্ত সবার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেয়া হচ্ছে।’

বিএনপিসহ বিরোধী দলগুলোর সাধারণ সমর্থকরাও এই হামলার ছোবল থেকে রেহাই পাচ্ছে না অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘মূলতঃ ভোটারশুণ্য করার জন্যই অবৈধ সরকার বিএনপির ওপর আগাম আক্রমণ শুরু করেছে। বিএনপির নেতাকর্মীরা যাতে আন্দোলন বা নির্বাচনের কাজে অংশগ্রহণ করতে না পারে সেজন্যই এই আগাম অভিযান। আগামী নির্বাচনে বিএনপির এজেন্ট দেয়া দুরে থাক, প্রার্থীও যাতে খুঁজে না পাওয়া যায়, সেজন্য সরকার মামলা-হামলার আগাম আক্রমণ চালিয়ে যাচ্ছে। অবৈধ সরকার এখন উন্মাদের দশায় পৌঁছেছে।’

‘স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েও কথা রাখেননি’

রিজভীর অভিযোগ, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত হওয়ার আশ্বাস দিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী কথা রাখেননি। ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে চিকিৎসা না করিয়ে সরকারের অনুগত চিকিৎসকদের দিয়ে খালেদার স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত দুরভিসন্ধিমূলক।’

এসময় তিনি বেগম জিয়ার ব্যক্তিগত ৫ চিকিৎসককে মেডিকেল বোর্ডে অন্তর্ভূক্ত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

খালেদা জিয়ার মতো একজন অসুস্থ মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় অবহেলা করে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। খালেদার কোনও ধরনের ক্ষতি হলে সরকারকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

‘বেগম খালেদা জিয়ার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষা ও বিদ্বেষের বশবর্তী হয়ে অবৈধ সরকারের প্রধামন্ত্রী শেখ হাসিনা তাকে জেলে অন্তরীণ করে রেখেছেন অন্যায়ভাবে। সরকার তাই বিনা চিকিৎসায় দেশনেত্রীকে শোচনীয় দূর্দশায় উপনীত করার লক্ষ্যে কৌশলী চক্রান্ত চালাচ্ছে। বেগম জিয়ার পছন্দ মতো চিকিৎসকদের দিয়ে চিকিৎসা না দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এমন চিকিৎসকদের দিয়ে তার মেডিকেল বোর্ড গঠন করেছে। অর্থাৎ ক্ষমতাসীনদের অনুগত চিকিৎসকরা বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে প্রথমে শেখ হাসিনাকে রিপোর্ট করবে, তারপরে শেখ হাসিনা যা বলে দেবেন, সেই অনুযায়ী চিকিৎসা চলবে।’

খালেদার বিরুদ্ধে সরকারের দেয়া মামলা জনগণ বিশ্বাস করে না দাবি করে বিএনপি নেতা বলেন, ‘আ.লীগ দল হিসেবেই প্রকৃতিগতভাবেই ডাবল স্ট্যান্ডার্ড। দেশনেত্রীর চিকিৎসা নিয়ে ছিনিমিনি খেলার অপরিণামদর্শিতার মাশুল একদিন তাদের দিতেই হবে। সরকার ইচ্ছাকৃতভাবেই বেগম জিয়াকে গুরুতর শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছে।’

‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন’

ডিজিটাল নিরাপত্তা বিল সম্পর্কে রিজভী বলেন, ‘সকল শ্রেণী-পেশার মানুষের মতকে উপেক্ষা করে ডিজিটাল নিরাপত্তা বিলের ওপর প্রতিবেদন তৈরী করেছে সংসদীয় কমিটি, যা চলতি সংসদ অধিবেশনেই পাশের জন্য পেশ করা হতে পারে। এই আইন পাশ করা হলে গণমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। গণমাধ্যমকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতেই এই আইন করা হচ্ছে। শুধু গণমাধ্যমই নয়, সরকারবিরোধী যে কোনও সমালোচনার পায়ে জিঞ্জির পরাতেই এই আইন। যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু শব্দটিও উচ্চারণ করতে না পারে। এটি একটি ভয়ঙ্কর কালাকানুন।’

‘এই আইনে কোনও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা যাবে না। সরকারের কোনও দূর্নীতিই প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করা হয়- তাহলে গুপ্তচরবৃত্তির অপরাধে অপরাধী হয়ে যাবে। এটা শুধু চরম উদ্বেগজনকই নয়, এটি সংবিধানের মূল নীতিরও পরিপন্থী।’

গণমাধ্যমের ওপর হুমকি হবে এমন আইন করবেন না বলে আইনমন্ত্রীসহ মন্ত্রীরা গণমাধ্যমসহ সাংবাদিকদের কাছে প্রতিশ্রুতিও দিলেও তারা সেই প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন বলেও দাবি করে বিএনপি নেতা।

‘দৃঢ় কন্ঠে বলতে চাই-এই কালো আইন পাশ করা যাবে না। আমি দলমত নির্বিশেষে সকল মানুষকে এই কালো আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জোর আহবান জানাচ্ছি।’

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/বিইউ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :