প্রথম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৯

আজ থেকে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়।

শনিবারের ম্যাচে বাংলাদেশ দলে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে লিটন দাসকে প্রায় নিশ্চিত। আর লোয়ার মিডল-অর্ডারে মোহাম্মদ মিথুন বা আরিফুল হকের মধ্যে কাউকে দেখা যেতে পারে। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ অথবা নাজমুল অপু। আর পেস আক্রমণে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে থাকছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তাছাড়া কাল থেকে মুশফিকের চোট নিয়ে চিন্তা থাকলেও তিনিও খেলবেন।

অপরদিকে ইনজুরির কারণে লঙ্কান থেকে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য গুনাথিলাকা এবং দিনেশ চান্দিমাল। স্ত্রীর পাশে থাকতে দলের সঙ্গে নেই আকিলা ধনঞ্জয়া। যার কারণে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের জায়গায় থাকছেন টপঅর্ডার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। মিডল অর্ডারে পাওয়া যাবে দুই কুশল, পেরেরা ও মেন্ডিসকে। সাথে থাকছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): নিরোশান ডিকওয়েলা (উইকেরক্ষক), উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :