মানসিক ভারসাম্যহীনের কাণ্ডে জেরবার দমকল (ভিডিও)

শহিদুল ইসলাম শ্যামল, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪

রাজধানীর তেঁজগাওয়ে বাস থেকে নেমেই চোখে পড়ল লোকজনের জটলা। একটু সামনে এগুতেই দেখা গেল, উৎসুক জনতা ক্যামেরা তাক করে উপরের দিকে ছবি তুলছেন। তখন তিনতলা কার্নিশের দাঁড়িয়ে একজন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। খবর পেয়ে দমকল কর্মীরা লোকটিকে তখন উদ্ধারের কাজও শুরু করে দিয়েছেন।

শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে তেজগাঁও গ্যাকো ফার্মাসিউটিক্যালসের ভবনে। এই ভবনের তিনতলায় পাইপ বেয়ে ওপরে উঠে গিয়েছিল মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। পরে অবশ্য দমকল কর্মীরা তাকে নিচে নামাতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী রিকশাওয়ালা মোবারক হোসেন বলেন, সে এই এলাকায়ই থাকে। আজ দুপুর দেড়টার দিকে ওই লোকটিকে ভবনের বাইরের অংশে দোতলায় দেখতে পাই। পরে গ্যাকো ফার্মার লোকজনদের জানাই।

উপস্থিত জনতার মধ্যে তখন বেশ উৎকণ্ঠা কাজ করছিল। অনেকেই ছবি বা ভিডিও করছিলেন। মানসিক ভারসাম্যহীন লোকটি ওপর থেকে লাফ দিতে পারে- এমন ভয় কাজ করছিল সবার মধ্যে।

গ্যাকো ফার্মাসিউটিক্যালসের প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকাটাইমসকে বলেন, ‘আমি এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিই। তারা এসে দ্রুত তাকে নামানোর কাজ শুরু করেন।’

প্রথমে দোতলার কার্নিশে কিছুক্ষণ থাকলেও পরে লোকটি পাইপ বেয়ে তিনতলায় উঠে যান। জানালার ওপরে থাকা শীতাতাপ যন্ত্রের ওপর বসে থাকেন। সেখানে থেকে ভাঙা ইট দিয়ে মানুষের দিকে ছুড়ে মারেন। লোকটির পরনে কোনো কাপড় ছিল না।

তেজগাঁও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক ফয়সালুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা খবর পাই ৪৫ মিনিট আগে। তারপর এখানে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন বদ্ধ পাগল লোকটা তিনতলা সানসেটের ওপর একবার এদিকে যাচ্ছে তো আরেকবার ওদিকে যাচ্ছে। ঢিল মারছে। পরে আমরা ক্যারামিটার ও দড়ি ব্যবহার করে তাকে নিচে নামাই।’

মানসিক প্রতিবন্ধী লোকটিকে নিচে নামানোর পর তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশের জিম্মায় তুলে দেয়া হয়।

সহকারী উপপরিদর্শক রেহান উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, ‘বুঝতেই পারছেন পাগল ব্যক্তি। তারে আর কোথায় পাঠাব? আমরা এখন তাকে দূরে কোথাও রেখে আসব।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :