‘জেদ কমিয়ে’ খালেদাকে বিশ্রামের পরামর্শ ‘আসল বিএনপি’র

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১২ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে ‘জেদ কমিয়ে’ রাজনীতি ছেড়ে বিশ্রামে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি পুনর্গঠনের ঘোষণা দিয়ে সাড়ে তিন বছর আগে সক্রিয় হওয়া ‘আসল বিএনপি’র নেতা কামরুল ইসলাম নাসিম। মা কারাগারে থাকা অবস্থায় তারেক রহমানের বিদেশে কীভাবে বিদেশে থাকছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

শনিবার রাজধানীর একটি হোটেলে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নির্বাচনকালীন সরকারের একটি ‍রূপরেখাও দেন।

খালেদা জিয়াকে নাসিম বলেন, ‘আপনি ক্ষমা চান স্রষ্টার কাছে। বই পড়ুন, নামাজ পড়ুন আর বিশ্রাম নিন। আর জেদ কমিয়ে শারীরিক চেকআপটা সরকার যে হাসপাতালে দিতে চায়--- চলে যাবেন।’

‘মা বেগম জিয়ার জন্য বলছি, আপনি ৬০/৭০টা আসন নিয়ে বিরোধী দলে যাওয়ার চিন্তা করবেন না। আপনার এমন চিন্তা হতে দূরে সরে আসুন। শহীদ জিয়া ফাইটার ছিলেন--- বিএনপি ফাইট করবে বুদ্ধিবৃত্তিক রাজনীতির মাধ্যমে। খবরদার জেলে থেকে ৬০/৭০ টা আসন নিয়ে বিএনপিকে ক্রমান্বয়ে অস্তিত্বহীন করার উদ্যোগে অযাচিত সিদ্ধান্ত নেবেন না।’

নাসিম বলেন, ‘মা বেগম জিয়া দুষ্টু হলেও মা তো মা-ই-ই। তাঁকে বিশ্রাম দেয়া হোক। দল গণতান্ত্রিক উপায়ে চলবে। আমরা জাতীয় নির্বাচনের পরে ক্রেডিবল কাউন্সিল করব। দল চলবে জিয়া-যাদু মিয়ার চুক্তির আলোকে ও আদর্শে অনুরণিত থেকে। রাজনৈতিক দর্শন রেখে আমরা বিএনপিকে জনস্বার্থ সংরক্ষণের দল করব।’

২০১৫ সালের জানুয়ারিতে বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের আন্দোলনের মধ্যে ‘আসল বিএনপি’ নাম নিয়ে সক্রিয় হন কামরুল ইসলাম নাসিম। তিনি দিন তারিখ জানিয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয় দখলেরও ঘোষণা দেন। তবে একাধিকবার বিএনপির নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে পিছু হটে ‘আসল বিএনপি’।

আজকের সংবাদ সম্মেলনে ২০১৫ সালের সেই এই উদ্যোগ নেয়ার কারণ জানিয়ে নাসিম বলেন, ‘স্রষ্টা আমাকে বলেছিল, যা, দলটাকে জাতীয়তাবাদী করার উদ্যোগে নেমে পড়।’

‘টানা ৯২ দিনের হরতাল-অবরোধের সময়টাতেই আমি নতুন উদ্যোগ নিয়েছিলাম। জ্যেষ্ঠদের সাথে আলোচনা করে। যখন ওই সময়টায় সরকার পতন হয়ে যাচ্ছে বলে দিবা স্বপ্নে ঘোরের মধ্যে ছিল দুষ্টু জামায়াতেবাদী বলয়।’

দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পাঁচটি অসুখ সারাতে বিএনপি পুনর্গঠনের কাজে রয়েছেন জানিয়ে নাসিম বলেন, তিনি দল ভাঙেননি। দল ভাঙার ইচ্ছা থাকলে একটা ‘সমিতি’ খুলে শেখ হাসিনার দ্বারস্থ হতেন। বলেন, দল ভেঙেছেন বি চৌধুরী, নাজমুল হুদারা। এখন অভিনব নানা মতলব করছেন তারা।

তারেক কেমন পুত্র!’

৭৫ বছয়ে খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টিকে ‘নির্মম বাস্তবতা’ হিসেবে উল্লেখ করেন নাসিম। বলেন, ‘এটা প্রকৃতির বিচার। শেখ হাসিনা সরকার অছিলা মাত্র। বিচার বিভাগ অছিলা মাত্র।’

তারেক রহমানের সমালোচনা করে আসল বিএনপির নেতা বলেন, ‘তারেক রহমান কেন বলে না যে, হাসিনা আন্টি আমি দেশে আসছি। আমাকে জেলে রাখেন কিন্তু আমার মাকে ছেড়ে দিন। এ কেমন ছেলে!’

তারেক রহমানের কথায় নাশকতা করা যাবে না জানিয়ে ‘আসল বিএনপি’র নেতা বলেন, ‘অনেক সুযোগ তাঁকে দেয়া হয়েছে। তিনি যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশে না আসেন তবে দল নিয়ে তাঁর না ভাবলেও চলবে।’

বিএনপির নেতৃত্বনাসিমের হাতে

নাসিমের দাবি, তিনি যে দল পুনর্গঠনের ঘোষণা দিয়ে আগাচ্ছেন, তা মেনে নিয়েছেন বিএনপির নেতারাও। দলের নেতৃত্ব তারেক রহমান নয়, খালেদা জিয়া বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও নয় জানিয়ে তিনি বলেন, ‘এখানেও সুগভীর চিন্তাশক্তি দিয়ে ভাবুন। আমার কাছেই দল। আমার কাছেই সত্যিকারের জাতীয়তাবাদী শক্তি। এই আমার থেকে এখন আমাদের হতে হবে। মুক্তি পাবে দলীয় গণতন্ত্র।’

ক্ষমতায় যেতেফেভারিট আসল বিএনপি

আগামী নির্বাচনে নাসিমের নেতৃত্বে অংশ নিতে বিএনপির ৩২০ জন নেতা প্রস্তুত দাবি করে নাসিম দাবি করেন, ক্ষমতায় যেতে ফেভারিট তারাই। মহাসমাবেশের মাধ্যমে এই ৩২০ জন নেতাকে একযোগে দেখা যাবে বলেও জানান তিনি।

প্রার্থী বাছাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আমাদের সঙ্গে নির্বাচনের লড়াই করতে হলে দলীয় মনোনয়নে সতর্ক থাকবেন। আমরা ভোটযুদ্ধে শক্ত প্রতিপক্ষ চাই।’

রাজনৈতিক নেতৃত্ব দেয়ার, সংসদে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই জানিয়ে নাসিম বলেন, ‘আমার সাংস্কৃতিক জীবন রয়েছে। সেটা নিয়েই থাকতে চাই।’

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমএবি/ডব্লিউবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :