হিসাব চাওয়ায় ছাদে উঠে যুবকের আত্মহত্যার হুমকি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৬ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৭

গাজীপুরের টঙ্গীতে ভাড়ার টাকার হিসাব দিতে না পেরে ভবনের ছাদে উঠে আত্মহত্যার হুমকি দেয়া এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে গাজীপুরা সাতাইশ এলাকার ফারুক হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

মো. আলম (২৮) নামের ওই যুবক শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সাজগড়ের মৃত আজিজুল মিয়ার ছেলে। তিনি সাতাইশ এলাকার ফারুক হাজির বাড়ির তত্ত্বাবধায়ক ছিলেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজউদ্দৌলা জানান, ফারুক হাজির মেসের ভাড়া উত্তোলন ও টাকার হিসাব দেখাশোনা করতেন আলম। ওই টাকার একটা অংশ দিয়ে আলম জুয়া খেলেন এমন খবর পেয়ে ফারুক তার কাছে হিসাব চান। কিন্তু আলম টাকার হিসাব দিতে না পারায় ফারুক হাজির সঙ্গে-কাটাকাটি হয়। এর জের ধরে আলম তিনতলা বাড়ির ছাদে উঠে চিৎকার করে বলতে থাকেন তিনি আত্মহত্যা করবেন।

পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আলমকে নিবৃত্ত করে নামিয়ে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী মো. আনিছুল হক জানান, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আলমকে তিনতলা বাড়ির ছাদ থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :