খালেদাকে নিয়ে অসুস্থ রাজনীতি করছে বিএনপি: হাছান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮

বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে বিএনপি অসুস্থ রাজনীতি করছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, ‘গত কিছুদিন ধরে তাদের (বিএনপির) বক্তব্য শুনলে মনে হয় তাদের উদ্দেশ্য বেগম জিয়ার চিকিৎসা নয়। তাদের আসল উদ্দেশ্য বেগম জিয়াকে অসুস্থ বানিয়ে এবং দেখিয়ে রাজনীতি করা। প্রকৃতপক্ষে বিএনপি বেগম জিয়ার সুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি করছে।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে বিএনপিই হচ্ছে প্রতিবন্ধক এবং এটি তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রমাণ করেছে। এখনো তারা আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।’

'চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে' সাম্প্রতিক বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপির) নেতাকর্মীরা যারা পেট্টলবোমা নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং নানা নাশকতা মামলার আসামি তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আবারও আনাগোনা শুরু করেছে। পুলিশ তাদের কোনো কোনো জায়গায় গ্রেপ্তার করছে। মাত্র ১৫০/২০০ জন গ্রেপ্তার হয়েছে, যারা সবাই বিভিন্ন মামলার আসামি। এতে তারা (বিএনপি) বলছে চিরুনি অভিযান। এই ধরনের মিথ্যাচার সত্যিই অনভিপ্রেত। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের ৬৬টি কারাগারে ধারণক্ষমতা ছিল ২৫ হাজার। আর কারাগারে ২০০১ থেকে ২০০৩ সালে বন্দী ছিল ৭৫-৮৫ হাজার। একদিনে হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে। ২০০৬ সালেও কারাগারে বন্দির সংখ্যা ছিল ৯০ হাজার।’

‘এখন যে সমস্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পক্ষে রুহুল কবির রিজভী সাফাই গেয়ে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন পেট্টলবোমা হামলাকারীরা তাদের নেতাকর্মী। অর্থাৎ পেট্টলবোমা হামলার সাথে তারা যে যুক্ত ছিলেন এটি তিনি স্বীকার করে নিয়েছেন।’

বিএনপির বিদেশি লবিস্ট ফার্ম নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগে অর্থের উৎস কী, এ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রে গেল কীভাবে এটি তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন। সেই মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।’

বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দেশকে এবং দেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না রেখে বরং বেগম জিয়াকে মুক্ত করার আইনি লড়ায়ের জন্য মনোযোগী হোন।’

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুর রহমান ও রেমন্ড আরেং।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :