যুক্তফ্রন্টকে স্থায়ী মঞ্চ করে দিতে চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪০
জাতীয় ঐক্য চেষ্টায় বৈঠক

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে নতুন যে ঐক্য প্রচেষ্টা চলছে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ বিরোধী এই প্লাটফর্ম থাকা উচিত বলে মনে করেন তিনি। তবে তারা ভিন্ন কিছু চিন্তা করলে তা সফল হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

নবগঠিত জোটের পক্ষ থেকে আগামী ২২ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ হওয়ার কথা ছিল। তবে ওইদিন তাদেরকে অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে জোটের পক্ষ থেকে।

এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তারা অভিযোগ করেছে তাদের সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়নি। আসলে সেখানে আরও কেউ জনসভা করতে চেয়েছিল। তাই হয়তো যাচাই বাছাই করতে গিয়ে তাদের বরাদ্দ দেওয়া হয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিএমপিকে বলব, তাদের যেন সোহরাওয়ার্দী উদ্যান দেওয়া হয়, প্রয়োজনে স্থায়ী একটা মঞ্চ করে দেওয়া হবে যেন তারা ৬০-৭০ জন মিলে গলা ফাটিয়ে বক্তৃতা করতে পারেন। প্রয়োজনে লোকও দেব।’

সুশীল সমাজের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা থাকেন কিছু একটা আশায়। যদি কিছু একটা হয়। কিন্তু উত্তরপাড়ার দিকে তাকিয়ে থেকে লাভ নেই। উত্তরপাড়া থেকে কেউ সাড়া দেবেন না। তাদের কেউ ক্ষমতায় বসিয়ে দেবে না। এমন মানসিকতা কারোর নেই। তবে কেউ যদি আমাকে এসে মেরে ফেলে ফেলতে পারে। যেমনটি পঁচাত্তরে করেছিল।’

সম্প্রতি বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে কয়েকটি দল নিয়ে সম্প্রতি গঠিত হয় যুক্তফ্রন্ট। ড. কামালের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে নতুন এই জোটের একটি সমঝোতা হয়। ড. কামাল ও বি চৌধুরীর নেতৃত্বে জাতীয় ঐক্যের ঘোষণা দেয়ার কথা ছিল শনিবার। তবে পাঁচটি দাবি এবং নয়টি লক্ষ্য নির্ধারণ করে ঐক্যের ঘোষণা এলেও সেখানে উপস্থিত ছিলেন না বদরুদ্দোজা চৌধুরী। ছিলেন না তার দলের অন্য কোনো নেতাও।

বি চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও এখানে ভিন্ন কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করছেন রাজনীতির বিশ্লেষকরা। নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গেও নতুন এই ঐক্য প্রচেষ্টার একটি সমঝোতা হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :