মুশফিক-মিথুনকে ধন্যবাদ দিলেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:১২

এশিয়া কাপে শনিবার শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। কারণ প্রথম ওভারেই লিটন দাস ও সাকিব আল হাসান সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ওভারে তামিম ইকবাল হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন। এরপর ১৩১ রানের পার্টনারশিপ গড়েন মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। ৬৩ রান করে মোহাম্মদ মিথুন আউট হয়ে গেলেও মুশফিকুর রহিম সেঞ্চুরি করেন। ১৪৪ রান করে আউট হন তিনি। এদিন ম্যাচ শেষে এই দুই ব্যাটসম্যানকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন ‍মুর্তজা।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মুশফিক ও মিথুনকে ধন্যবাদ। শুরুতেই দুই উইকেট হারানো সবসময়ের জন্য চাপের। কিন্তু তারা দুজন যেভাবে ব্যাট করেছে তা অসাধারণ। আর তামিম যেটা করেছে সেজন্য মানুষ তাকে মনে রাখবে। আমাদের দলের সিনিয়ররা যেভাবে পারফরম্যান্স করছে তা চমৎকার। জুনিয়রদেরও ভালো করতে হবে। আমাদের উন্নতি করার অনেক কিছুই আছে। মিথুন ওই সময় আউট না হলে রান ২৮০-২৯০ হতে পারতো। ফিল্ডিংয়েও আমাদের ভালো করতে হবে।’

বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যারা স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করেছেন সকলকে ধন্যবাদ। টুর্নামেন্টের বাকি অংশেও আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। এই জয় আপনাদের জন্য। সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ।’

সংযুক্ত আরব আমিরাতে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে এই প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। এদিন শ্রীলঙ্কা ১২৪ রানে অলআউট হয়ে যায়। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এটি সর্বনিম্ন সংগ্রহ।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :