শাওমি ফোনে বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩১

শাওমি তাদের স্মার্টফোনে নিজস্ব ইউজার ইন্টারফেস মিইউআই ব্যবহার করে। এই ইউজার ইন্টারফেস ব্যবহারকারীদের বিরক্তির কারণও বটে! কেননা, এই ইন্টারফেস প্রচুর বিজ্ঞাপন প্রদর্শন করে। এতে যেমন ফোনের ব্যাটারির উপর যেমন চাপ পড়ে তেমনি করে ফোনে একাধিক বিজ্ঞাপন প্রদর্শন করে। চাইলে এসব বিজ্ঞাপন বন্ধ করে দেয়া যায়। জেনে নিন সেই উপায়।

শাওমি ফোনের সেটিংস এ গিয়ে একটু খুঁজলেই পেয়ে যাবেন বিজ্ঞাপন বন্ধ করার অপশন। আগে প্রত্যেক অ্যাপ এর সেটিং এ গিয়ে আলাদা ভাবে প্রতিটি অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করা যেত। নতুন উপায়ে সহজেই এই কাজ করা যায়। দেখে নেওয়া যাক শাওমি স্মার্টফোনে বিজ্ঞাপন বন্ধ করবেন কীভাবে?

স্টেপ ১। Settings এ যান।

স্টেপ ২। Additional Settings সিলেক্ট করুন।

স্টেপ ৩। Authorisation and revocation তে ট্যাপ করুন।

স্টেপ ৪। এখানে msa ডিসএবেল করে দিন। এর ফলে গোটা ফোনে একসাথে বিজ্ঞাপন দখানোর সব সেটিংস বন্ধ হয়ে যাবে।

এছাড়াও শাওমি ফোন্ থেকে MIUI সরিয়ে দিয়ে কোন কাস্টম রম ইনস্টল করলেও বিজ্ঞাপনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা