কম্পিউটার হটাবে ফোল্ডিং ফোন

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৮

কম্পিউটারের বিদায় ঘণ্টা বাজলো বুঝি। কেননা, কম্পিউটারের সব কাজ এখন ফোনেই করা যায়। ফলে বিশাল আকৃতির কম্পিউটারের বদলে জায়গা করে নিয়েছে স্মার্টফোন। এবার কম্পিউটারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ। তিনি বলেন, ‘আগামীতে মানুষ কম্পিউটারের বদলে হাতে তুলে নেবে স্মার্ট ফিচার সম্বলিত ফোল্ডিং ফোন।’

সম্প্রতি শেষ হওয়া প্রযুক্তিপণ্যের শীর্ষ সম্মেলন আইএফএ ২০১৮ হুয়াওয়ে জানিয়েছে, তারা আগামী বছর দুনিয়ার প্রথম ভাঁজ করা ডিসপ্লের ফোন আনছে। এই ফোনে কম্পিউটারের প্রায় সকল ফিচারই থাকছে।

জার্মানির জনপ্রিয় সংবাদমাধ্যম ডাইতে দেয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ের প্রধান রিচার্ড বলেন, ‘কম্পিউটারের বিকল্প কেবলই স্মার্টফোন।’ তিনি আরো বলেন, আপনি যদি আমার কাছে জানতে চান কম্পিউটারের ভবিষ্যৎ কী? তবে আমি বলবো কম্পিউটারের ভবিষ্যৎ স্মার্টফোন। সেটি অবশ্যই ভাঁজ করা ডিসপ্লের স্মার্টফোন।’

ইতোমধ্যে হুয়াওয়ে ভাঁজকরা ডিসপ্লের ফোন তৈরিতে কাজ করছে। যদিও স্যামসাং বহু আগেই ভাঁজকরা ডিসপ্লের ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই দলে আছে এলজিও। আশা করা যাচ্ছে ২০১৯ সালে বাজারে ভাঁজকরা ডিসপ্লের একাধিক ফোন বাজারে আসবে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা