তামিমকে প্রশংসায় ভাসালেন লঙ্কান অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩ | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৫

দুবাইতে গতকাল ম্যাচের শেষ মুহূর্তে আহত তামিমের মাঠে নামাটা নিয়ে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। তার থেকে বাদ যাননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকে প্রশংসায় ভাষালেন লঙ্কান এই অধিনায়ক।

শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান তামিম ইকবাল। সুরাঙ্গা লাকমলের বাউন্সার পুল করতে যেয়ে বাঁ-হাতের গ্লাভসে বল লাগে। সেই মুহূর্তেই ব্যথা নিয়ে তার মাঠ ছাড়তে হয়। এরপর সরাসরি নেওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে স্ক্যান করে জানা যায় তার বাঁ-কব্জির ওপরে বৃদ্ধাঙ্গুলির জোড়ায় চিড় ধরা পড়েছে। মাঠে নামার কথা ছিল না প্রায় ছয় সপ্তাহ। কিন্তু যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে মুশফিককে সঙ্গ দিতে মাঠে নেমে যান তিনি। বাকি কাজটা সেরেছে মুশফিক। মাত্র ২.৩ ওভারে মুশফিকের ব্যাট থেকে আসা ৩২টি রান। যেটা শুধু ৩২টি রানই ছিল না বরং বাংলাদেশের ১৩৭ রানের জয়ের ভিত গড়ে দেয়।

তামিমের সাহসিকতা নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাথুজ বলেন,‘তামিম অনেক সাহসিকতার দেখিয়েছে। এভাবে ব্যাট করা কখনই সহজ নয়। কৃতিত্ব বাংলাদেশকে দিতেই হয়। তারা আমাদের সব বিভাগেই পরাজিত করেছে। মুশফিকও দারুণ ব্যাট করেছে। শেষের দিকে মুশফিক ক্রিজে থাকা অবস্থায় তামিম নেমেছিল, যা তাদের ২০-৩০ রান যোগ করতে সাহায্য করেছে।

ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এইচএ

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :