বরিশাল কলেজে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫৪

সরকারি বরিশাল কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি অর্ণব রাসেলকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মী শুভ সাহা ও তার সমর্থকরা। আহত অবস্থায় রাসেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এই সংঘর্ষ হয়। পরে পুলিশ যাওয়ার আগেই দুই পক্ষ ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জানা গেছে, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ও ছাত্রলীগ কর্মী অর্ণব রাসেল গ্রুপের নিয়ন্ত্রক কলেজ ছাত্রলীগ সভাপতি আল মামুন।

অপরদিকে ছাত্রলীগ কর্মী শুভ সাহা গ্রুপের নেতৃত্বে রয়েছেন পদবিহীন ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে কলেজ ছাত্রলীগ সভাপতি আল মামুনের দুই কর্মীকে মারধর করে শুভ সাহা গ্রুপের লোকজন। এই বিষয়টি নিয়ে দুটি গ্রুপ পাল্টাপাল্টি অবস্থান করায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। সর্বশেষ রবিবার সেই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই সময় শুভ সাহা ও তার সহচরী আশিক, রিজন, শিবলু, হৃদয়, অপু ও শ্রাবন একত্রিত হয়ে রাসেল ও তার সহচরদের উপর হামলা করে। এসময় পাল্টা হামলাও চালায় রাসেলের অনুসারীরা। একপর্যায়ে শুভ সাহা রাসেলকে কুপিয়ে জখম করে। তখন প্রতিরোধে রাসেলের কর্মীরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে উভয় গ্রুপই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :