আইএমএলের ‘আলোকিত সকাল’ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ‘আলোকিত সকাল’ শীর্ষক বক্তৃতা মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবারের বক্তা মেহেদী হাসান। তিনি ‘তুর্কি জীবনধারা’র ওপর আলোচনা করবেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আইএমএল মিলনায়তনে আলোকিত সকাল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকলের জন্য উম্মুক্ত থাকবে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক প্রখ্যাত ভাষাবিজ্ঞানী অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ঢাকাটাইমসকে বলেন, ‘গত এক বছর ধরে আইএমএল আলোকিত সকাল শীর্ষক বক্তৃতার আয়োজন করা হচ্ছে। এতে ভাষা, জনসংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, চলচ্চিত্রসহ চিন্তাশীল-মননশীল বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা আলোচনা করেন।’

তিনি জানান, ইতোপূর্বে কানাডা, জাপানসহ বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা বক্তা হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা করেছেন। তারই ধারাবাহিকতায় এবার তুর্কি জীবনধারার ওপর বক্তৃতার আয়োজন করা হয়েছে।

ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :