মেট্রোপলিটন হওয়ায় আনন্দে ভাসছে রংপুরবাসী

ব্যুরো প্রধান, রংপুর
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

বিভাগ বিশ্ববিদ্যালয় আর সিটি করপোরেশনের পর এবার নগর পুলিশের স্বাদ পেল উত্তরের জেলা রংপুরের মানুষ। রবিবার সকালে প্রধানমন্ত্রী এই মেট্রোপলিটন পুলিশের উদ্বোধনের পর উচ্ছ্বাসিত হয়েছেন এই অঞ্চলের মানুষ। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে ভুলে যাননি।

মেট্রোপলিটন পুলিশের উদ্বোধন উপলক্ষে রংপুর নগরীর বুড়িরহাট এলাকায় মেট্রোপলিটন পুলিশের অস্থায়ী পুলিশ লাইনে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন হাজার হাজার মানুষ। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ তুমুল করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অনুষ্ঠানে ছিলেন- সাংসদ এইচ এন আশিকুর রহমান, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেজ্ঞের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

উদ্বোধনের পরপরই রংপুরে মেট্রোপলিটন পুলিশের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।

পরে রংপুর পুলিশ লাইন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে আবারো পুলিশ লাইন মাঠে এসে শেষ হয়।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/আরআই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :