ঢাবির ‘গ’ ইউনিটে পাস ১০.৯৮ শতাংশ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:২২ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১০.৯৮ শতাংশ ভর্তিচ্ছু পাস করেছে।

সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি অফিসে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

পরীক্ষার বিস্তারিত ফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU GA লিখে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা তার ফল জানতে পারবেন।

পাস করা শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবেন।

গত শুক্রবার ঢাবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ২৬ হাজার ৯৬০ জন আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৫ হাজার ৯৫৮ ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রকাশিত ফলে পাস করেন দুই হাজার ৮৫০ জন।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :