নাটোরে গুলিতে পাঁচ মামলার আসামি নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

নিহত সিরাজুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাবের একটি টহলদল রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় যায়। সেখানে কয়েকজনকে দেখতে পেয়ে র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা আত্মসমর্পণ না করে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলির পর অন্যরা পালিয়ে গেলেও সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‌্যাব। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানান শিবলী মোস্তফা। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :