চাঁদে ভ্রমণের সুবর্ণ সুযোগ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২২

মহাকাশ ভ্রমণের সুবর্ণ সুযোগ এলো। সুযোগটি করে দিচ্ছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্স। বিগ ফ্যালকন রকেটের মাধ্যমে মহাশুন্যে পর্যটনের যে ঘোষণা বছর খানেক আগে করেছিল স্পেস এক্স, সেই ঘোষণাই এবার বাস্তব রূপ পেতে চলেছে।

এলন মাস্ক-এর পর্যটন বিষয়ক সংস্থা সোমবার ঘোষণা করবে যে, পৃথিবী থেকে প্রথম পর্যটক হিসাবে তারা কাকে চাঁদে নিয়ে যেতে চলেছে। এই পর্যটকের নাম ঘিরে রীতিমত কৌতূহল তৈরি হয়েছে বিশ্বজুড়ে।

উল্লেখ্য, শুধু এই পর্যটকের নামই নয়, কেন তিনি চাঁদে বেড়াতে যেতে চাইছেন তাও ঘোষণা করতে চলেছে সংস্থা।

অনেকেই প্রশ্ন তুলেছেন যে , এই চাঁদের দেশে পাড়ি দিতে চলা পর্যটক স্পেসএক্সের মালিক এলন মাস্ক নন তো! এমন প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এই প্রশ্নের উত্তরে একটি টুইটে কিছুটা রহস্য তৈরি করে ছেন এল মাস্ক।

জল্পনা রয়েছে, সফ্ট ব্যাঙ্কের সিইও মাসাওসি সন সম্ভবত হতে চলেছেন চাঁদের প্রথম পর্যটক। আর এলন মাস্কের টুইটে জাপানের পাতাকার ছবি থাকায় সেই জল্পনা আরও উস্কে গিয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :