নতুন জোটের শর্ত সংবিধান পরিপন্থী: তোফায়েল

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৪

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন ঐক্য গড়ার যে প্রক্রিয়া চলছে সেটাকে স্বাগত জানালেও তাদের দেয়া শর্তগুলো একটাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘তাদের দেয়া দাবি প্রত্যেকটাই সংবিধান পরিপন্থী। কারণ নির্বাচনকালে সংবিধান অনুযায়ী সরকারে থাকবে ক্ষমতাসীনরা। যেটা পৃথিবীর সব দেশে আছে।’

সোমবার দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘ক্ষমতাসীন দল অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অগণতান্ত্রিক সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।’

নতুন জোট প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘তারা যুগপৎ আন্দোলন করতে পারে। কিন্তু কাউকে আইন নিজের হাতে নেয়ার সুযোগ দেয়া হবে না। ১৩, ১৪ ও ১৫ তে যেভাবে মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে; মায়ের কোল খালি করেছে; পোলিং এজেন্ট হত্যা করেছে; প্রিজাইডিং অফিসার মেরেছে, পোলিং বুথ পুড়িয়েছে, এগুলো কখন আর করতে দেয়া হবে না।’

পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা বাংলাবাজারে স্থাপিত স্বাধীনতা জাদুঘর পরির্দশন করেন।

বিকালে বাণিজ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন কনসার্ট উদ্বোধনের কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

যুবদলের নতুন কমিটির দাবিতে সাবেক নেতাদের  মিছিল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :