মানুষ আর বসে থাকবে না: ফয়জুল করিম

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৫৮

বাংলাদেশের মানুষ ভোটের অধিকার চায়। ভোট নিয়ে ছিনিমিনি খেললে মানুষ আর বসে থাকবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় দলের জেলা কমিটি আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি করেন তিনি।

বর্তমান সরকারের উদ্দেশে মুফতি ফয়জুল করীম বলেন, ‘আপনি বারবার বলছেন উন্নয়নের ধারা রক্ষা করেন। উন্নয়নের ধারা বাংলাদেশের মানুষ রক্ষা করবে না, যদি আপনি ভোটের অধিকার রক্ষা না করেন। মানুষের কাছে যা কিছু আছে তা-ই নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। কোনো অপশক্তি দিয়ে বাধা দিতে পারবেন না।’

বাংলাদেশ মুসলমানদের দেশ বলে মন্তব্য করে এই ধর্মীয় নেতা বলেন, ‘দেশ মুসলমানদের, অধিকার সবার। বাজার তৈরি করেছি আমি, বাজার করার অধিকার সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার অধিকার সমান, কিন্তু মনে রাখতে হবে দেশ মুসলমানদের।’

স্বাধীনতার আগে-পরে অনেকে দেশ শাসন করলেও কেউ মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেননি বলে জানান মুফতি ফয়জুল করিম। তিনি বলেন, ‘আমরা বহু দলের পরিবর্তন দেখেছি। আমরা দেখেছি আওয়ামী শাসন, বিএনপি শাসন, জাতীয় পার্টির শাসন- বহু দলের শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি আজও। আমরা আইয়ুব থেকে এরশাদ পর্যন্ত অনেক নেতা দেখেছি। এখন ২৫ বছর ধরে দেখছি মহিলা নেত্রীদের গজব সৃষ্টি।’

দেশের মানুষ আজ নিষ্পেষিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে ইসলামি শাসন দেখতে চায়।’

জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মাহা. সোহরাব হোসাইন ফারুকীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :