এক ফোনে দুই ডিসপ্লে (ভিডিও)

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩২

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই দুই ডিসপ্লের একটি ফোন তৈরি করেছে। সম্প্রতি এই ফোনটির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ফোনটির মডেল জেডটিই নুবিয়া জেড১৮এস। ভিডিওতে দেখা যাচ্ছে ফোনটির পিছনে রয়েছে আরেকটি ডিসপ্লে। 

ফোনটির সামনের ডিসপ্লেটি বেশ প্রশস্ত। এর স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি। কিন্তু পেছনের ডিসপ্লেটি সামনের ডিসপ্লের চেয়ে ছোট। এর স্ক্রিন টু বডি রেশিও অনেক কম। 

দুই ডিসপ্লে হলে কি হবে এর অপারেটিং সিস্টেম কিন্তু একটাই। এই ফোনের বড় সুবিধা হলো পেছনের ক্যামেরাটি ভিউ ফাইন্ডার হিসেবে কাজ করবে। যদিও এর ফ্রন্ট ডিসপ্লেতে নচ নেই। এতে সেলফি ক্যামেরাও নেই। তবে ফোনের উভয় পাশে দুটি করে ক্যামেরা রয়েছে। সামনে ও পেছনের ক্যামেরায় ফ্লাশগান আছে।  

এই ফোনে সাইড মাইন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

ভিডিওতে দেখুন ফোনটির বিস্তারিত: 

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/এজেড)