শিক্ষার্থীদের অপরাধে না জড়ানোর আহ্বান আরএমপি কমিশনারের

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৮

শিক্ষার্থীদের কোনো অপরাধের সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তার। ট্রাফিক আইন, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবো বিষয়ক এক আলোচনা সভায় প্রধান আতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এর আয়োজন করে আরএমপি।

এসময় পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, শিক্ষার্থীদের কোনো ধরণের আপরাধের সাথে জড়ানো যাবে নাএকজন মানুষ যদি কোনো মামলায় পড়ে যায়, তবে সে কোনো সরকারি পায় না, বিদেশেও যেতে পারে না এসবের জন্য পুলিশের ক্লিয়ারেন্স লাগে। তাই আপরাধী হওয়া যাবে না

সভায় বিশেষ অতিথি ছিলেন, আরএমপির উপ-কমিশনার আমির জাফর। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান। সভায় ট্রাফিক সচেতনতা, সাইবার অপরাধ ও সামাজিক মূল্যবোধ বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আইন মেনে চলার ব্যাপারে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

ট্রাফিক সচেতনতায় এর আগে রাজশাহী কলেজ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/আরআর/ওআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :