খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন দুই আইনজীবী

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার দুই আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে গেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

মঙ্গলবার সাড়ে তিনটার পর সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেয়নি।

সানাউল্লাহ মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘২০ তারিখে খালেদা জিয়ার মামলার তারিখ আছে। আমরা আদালতের আদেশক্রমেই তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কারা কর্তৃপক্ষকে আদালতের আদেশ দেখানোর পরও অনুমতি পেলাম না। নিশ্চয় কারও কোনো চাপে কারা কর্তৃপক্ষ এমনটি করেছে।’

তিনি বলেন, ‘আমাদের মক্কেল খালেদা জিয়ার সঙ্গে আইনি বিষয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু দেখা করার অনুমতি পেলাম না। তার সঙ্গে দেখা করতে না পারলে আমরা আদালতকে ২০ তারিখে কী বলব?’

অপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন ‘আমরা বুধবার আবার আসব। আশা করি, আগামীকাল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার ‍সুযোগ পাব।’

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/বিইউ/ইএস)